শিক্ষক কর্তৃক কলম দিয়ে শিক্ষার্থীকে রক্তাতের অভিযোগ
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে শাসনের নামে কলম দিয়ে খুচিয়ে শিক্ষাথীকে রক্তাতের অভিযোগ উঠেছে। রোববার উপজেলার বয়ড়া বাজার নতুন কুড়ি স্কুলে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী ও তার অভিবাভক এবং অনান্য শিক্ষার্থী সুত্রে জানা গেছে- সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামের এনামুল হকের মেয়ে বয়ড়া বাজার নতুন কুড়ি স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্রী আজিজা জাহান নৌশিন ভাবনা (১০) প্রতিদিনের ন্যায় কোচিং করতে যায়। গত রোববার বিকেল ৪টার সময় গনিত বিষয়ে ক্লাস চলাকালে স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম শিক্ষার্থী ভাবনাকে খাতায় একটি অংক কষতে দিলে একটি লাইন বাকা করে লিখে।এ অপরাধে ভাবনাকে শিক্ষক জাহাঙ্গীর আলম তার হাতে থাকা কলম দিয়ে শাস্তি দিতে গিয়ে বাম কানে খোচা মারলে সেখান থেকে রক্ত পড়তে থাকে।এ সময় শিক্ষার্থী কাদতে থাকলে স্কুলের অপর শিক্ষক মোস্তাফিজুর রহমান শিক্ষাথীকে শান্ত করতে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সেই সাথে ঘটনাটি বাড়ীতে অভিবাভকদের জানাতে নিষেধ করে বলে ভাবনা সাংবাদিকদের জানায়।এ বিষয়টি ভাবনার পিতা এনামুল হক ও মাতা তানিয়া খন্দকার জানতে পেরে বিক্ষুব্ধ হয়ে স্কুলে যান এবং ওই শিক্ষকের শাস্তির দাবীর একপর্যায়ে চড়-থাপ্পড় দেন এনামুল হক। এ ঘটনা ছড়িয়ে পড়লে স্কুলের অনান্য শিক্ষার্থীর অভিবাভক ও স্থানীয় সচেতন মহলের মাঝে ক্ষোভের সঞ্চার সহ নানা সমালোচনা এবং শিক্ষকের শাস্তি দাবী করেন। উল্লেখ্য শিক্ষক জাহাঙ্গীর আলম ইতিপূর্বে স্থানীয় বয়ড়া আদর্শ বিদ্যা নিকেতনের এক ছাত্রীকে কু-প্রস্তাব দেয়ার ঘটনায় তাকে জুতার মালা দিয়ে বের করে দেয়া হয় এবং নতুন কুডি স্কুলের সাব্বীর নামে এক শিক্ষক সম্প্রতি চরপোগলদিঘা ইউনিয়নের হারুনের ২য় শ্রেনীতে পড়–য়া মেয়ে জুই কে স্যালাইনের সাথে চেতনা নাশক খাইয়ে স্বর্ণের কানের দুল নিয়ে যায়। পরে সাব্বীরকে স্কুল থেকে সরিয়ে দিয়ে বিষয়টি ধামা চাপা দেয়া হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান। জানতে চাইলে অভিযুক্ত নতুন কুৃড়ি স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন ভাবনার পিতা আমাকেও চড় মেরেছে। এটাও পত্রিকায় লিখুন। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে