কালভার্ট আছে সংযোগ নেই ৫হাজার মানুষের দুর্ভোগ
হাদিউল হৃদয়, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের খালের উপর
একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অংশীদারিত্বমূলক পল্লী
উন্নয়ন প্রকল্প-৩ মাধ্যমে ১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কালভার্ট কোন কাজে আসছে না
এলাকাবাসীর।
৭ মে মঙ্গলবার উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামে দেখা যায়, ২০১৭-১৮
অর্থ বছরে ১ লক্ষ টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণ করা হলেও তৈরি হয়নি সংযোগ সড়ক।
গ্রামবাসীর জেলা, উপজেলা, বিভিন্ন হাট-বাজারে যাওয়ার একটি মাত্র রাস্তা কিন্তু কালভার্টের
দুপাশে মাটি না ফেলার কারণে চলাচল করতে পারছে না এলাকাবাসী।
গত ২০১৭-১৮ অর্থ বছরে বরাদ্দকৃত অর্থে নির্মিত কালভার্ট হলেও দুপাশে সংযোগ নির্মাণের
অভাবে ওই গ্রামের প্রায় ৩ হাজার মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। দক্ষিণ শ্যামপুর
গ্রামের মো. সোরয়ার বলেন, শুষ্ক মৌসুমে এই খালে পানি শুকিয়ে গেলে যাতায়াত করা গেলেও
বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে যাতায়াত হয়। কালভার্ট নির্মাণে আমাদের
সুবিধা হলেও দুপাশের মাটি ফেলে চলাচলের সুবিধা করার জোর দাবি জানান।
মাগুড়া বিনোদ ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, আগামীতে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের
শ্রমিক দিয়ে কালভার্টের সংযোগ সড়ক তৈরি করে দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল
জানান, ওই কালভার্টের পাশে মাটি ফেলার কোন বরাদ্দ নেই। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।