উল্লাপাড়ায় মোমেনা আলী বিজ্ঞান স্কুল শীর্ষে
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
রাজশাহী শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল উপজেলায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ।
মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন। এই স্কুলের মোট পরীক্ষার্থী ছিল ৩৯৮ জন। এখানে ২ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এই স্কুলে পাশের হার ৯৯.৫০%। দ্বিতীয় স্থানে থাকা এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ১৭৫ জন।
এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। এখানে পাশের হার ৯৬%। উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দিয়েছিল ১৬২ জন। এদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৭ জন। এখানে পাশের হার ৯৪.৪৪%। এছাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষা দিয়েছিল ১৬০ জন।
এদের মধ্যে থেকে জিপিএ- ৫ পেয়েছে ১১ জন। এই স্কুলে পাশের হার ৮৮.৭৫%। সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রধান শিক্ষকগণ এ তথ্য নিশ্চিত করেছেন।