বাবার বিয়ে ঠেকাতে এসে তাড়াশ থানা পুলিশ হেফাজতে মেয়েসহ ৫শিক্ষার্থী
হাদিউল হৃদয়, তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশে বাবার বিয়ে ঠেকাতে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী
স্থানীয়দের হাতে মারপীটের শিকার হয়। মারপীট পর পুলিশে সোপর্দ করা হয়। বর্তমানে তারা
তাড়াশ থানা পুলিশ হেফাজতে রয়েছেন। থানা হেফাজতে থাকা শিক্ষার্থীরা হলেন, জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ৪২ তম ব্যাচের রাকিবুল ইসলাম, নাট্যতত্ব বিভাগের আরিফ
মেহেদী, রিশা আইরিন, হৃদয়ন মাহফুজ, ক্যামেলিয়া শারমিন ও দিপংকর বড়–য়া। রকিবুল হাসান
গাজীপুরের মাহবুবুল হকের ছেলে, আরিফ মেহেদী বগুড়ার সান্তাহারের জালাল উদ্দিনের ছেলে,
রেদোয়ান মাহফুজ ঢাকার মোহাম্মদপুর এলাকার স্বপন মাহফুজের ছেলে, গাজীপুরের আব্দুর
রহমানের মেয়ে নাট্য তত্ত্ব অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্রী ক্যামেলিয়া চুঁড়া (২২), ঢাকার মিরপুরের
কমল বড়–য়ার ছেলে দিপংকর বড়–য়া দিপ্ত (২৮) এবং তাড়াশের সবুজপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা
গাজী আব্দুস সামাদ আজাদ এর মেয়ে রিশা আইরিন (২২)।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার সগুনা ইউনিয়নের সবুজপারা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস
সামাদ আজাদ এর মেয়ে রিশা আইরিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ব বিভাগের
শিক্ষার্থী। গত ক’দিন আগে তিনি ছুটিতে বাড়ি আসে। এ সময় তার বাবা মুক্তিযোদ্ধা
আব্দুস সামাদ দ্বিতীয় বিয়ের জন্য প্রক্রিয়া করলে, রিশা বিষয়টি টের পেয়ে তার ৫ বন্ধুর
সহযোগীতা চান। ৫ মে রোববার সন্ধায় বন্ধুরা রিশার বাড়িতে এসে তার বাবার সাথে বিয়ে
প্রসঙ্গ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় তাদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি পরে ঝগড়া
বাঁধে। এক পর্যায়ে রিশার বাবাকে লাঞ্ছিত করা হয় বলে দাবি তার। এ সময় তিনি উত্তেজিত হয়ে
স্থানীয়দের ডেকে এনে রিশাসহ তার বন্ধুদের পেটান। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ রাত ২টার
দিকে রিশাসহ ৬জনকে থানায় নিয়ে আসে। এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগ
মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রশাসন খোঁজ-খবর নেয়া শুরু করলে বিপাকে পড়েন পুলিশ।
সোমবার দুপুর সোয়া ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুক্তিযোদ্ধা সামাদসহ স্থানীয়
জনপ্রতিনিধি তাড়াশ থানায় পুলিশের সাথে দফায় দফায় আলোচনা করছেন।
মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ আজাদ (৭০) গণমাধ্যমকর্মীদের বলেন, আমার স্ত্রী নাজমুন নাহার
(৬০) পক্ষাঘাতগ্রস্থ হয়ে দীর্ঘ ১৫ বছর যাবৎ শয্যাসায়ী রয়েছেন। তাকে আমি নিজেই
দেখাশোনা করছি। কিন্তু বর্তমানে আমি নিরুপায় হয়ে দ্বিতীয় বিয়ের চিন্তাভাবনা করি।
বিষয়টি আমার মেয়ে জানতে পেরে তার বন্ধুদের ডেকে এনে আমাকে লাঞ্ছিত করে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আহত শিক্ষার্থীদের স্থানীয়ভাবে তাদের
চিকিৎসা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ জিম্মায় তাদের ঠিকানায়
পাঠিয়ে দেবার প্রক্রিয়া চলছে।