নজরুল একাডেমী সিরাজগঞ্জে’র নব-নির্বাচিত কায্যকরী পরিষদের অভিষেক, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ॥
নজরুল একাডেমী সিরাজগঞ্জে’র আয়োজনে, সংগঠনের নবনির্বাচিত কার্য্যকরী পরিষদের অভিষেক, আলোচনা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (৪ মে-২০১৯) সন্ধ্যায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নজরুল একাডেমী সিরাজগঞ্জে’র সহ-সভাপতি বিশিষ্ট কবি, লেখক রফিকুল ইসলাম শামীম। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার উদ্দীন শামীম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী, শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র রুমানা রেশমা, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, অগ্রণী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখা’র ম্যানেজার ফরিদুল ইসলাম, সন্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক দিলীপ গৌর, সাবেক সাধারণ সম্পাদক ইমরান মুরাদ,নাবিক নাট্যগোষ্ঠী সিরাজগঞ্জের সাধারন সম্পাদক আশিক ইকবাল শামীম। অনুুুষ্ঠানে সংবর্ধনা প্রধান করা হয় নজরুল একাডেমী’র কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও নজরুল গবেষক, খ্যাতনামা নজরুল সংগীত শিল্পী মিন্টু রহমান, বিশিষ্ট সাংবাদিক, নজরুল একাডেমী সিরাজগঞ্জে’র সভাপতি ও সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নজরুল একাডেমী সিরাজগঞ্জে’র সহ-সভাপতি হাসনা হেনা।
পরে অনুষ্ঠানে, মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন, বেতার ও টিভির আর্ন্তজাতিক নজরুল সংগীত শিল্পী মিন্টু রহমান, বৃস্টি সহ নজরুল একাডেমীর সংগীত শিল্পীরা, কবিতা আবৃত্তি করেন, কবি ও আবৃত্তিকার মোঃ নজরুল ইসলাম, কবি, লেখক, সাংবাদিক, আবৃত্তিকার মোঃ রফিকুল ইসলাম শামীম, আবৃত্তিকার ও নৃত্য শিক্ষক আমেনা খানম হাসি ও নৃত্য পরিবেশন করেন, রাহা, প্রথমা সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন, নজরুলএকাডেমী সিরাজগঞ্জে’র সাধারণ সম্পাদক ও জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী। এসময় উপস্হিত ছিলেন, নজরুল একাডেমী সিরাজগঞ্জের যুগ্ম-সাধারন সম্পাদক রায়হান কবীর মিঠু, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নূরুল হুদা, অর্থবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম কার্যকরী সদস্য প্রদীপ রায় সহ অনেকে।