তাড়াশে ৬০জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদান প্রদান
হাদিউল হৃদয়, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সরকারী অনুদানের অর্থ প্রদান করা
হয়েছে।
রবিবার (৫ মে) দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা
ইফ্ধসঢ়;ফাত জাহানের সভাপতিত্বে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য
সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে ৬ মাস প্রশিক্ষণ শেষে তাড়াশ উপজেলায় ৬০ জন
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ ১৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সদস্য
অধ্যাপক ডা: আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান
মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম,
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার
শাহাদৎ হোসেন, উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যানগণসহ প্রমূখ।