সিরাজগঞ্জ জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বার্ষিক সাধারন সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে-২০১৯) দিনব্যাপী সিরাজগঞ্জ কোর্ট প্রাঙ্গনে অফিসার্স ক্লাবে সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মোঃ ইকবাল হোসনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পরিচালক, বাপুস -সদস্য সচিব সাংগঠনিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির ওয়াহিদুজ্জামান সরকার জামাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পরিচালক, বাপুস -সভাপতি, রাজশাহী সাংগঠনিক বিভাগীয় কমিটির মোঃ রেজাউল করিম বাদশা, পরিচালক, বাপুস -সদস্য সচিব, কেজি পুস্তক -স্ট্যান্ডিং কমিটির মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত জানান ও বক্তব্য রাখেন, জেলার নীতিমালা কার্যকরী আহবায়ক আলহাজ্ব হায়দার আলী ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা’র যুগ্ম সাধারন সম্পাদক শফিক মোহাম্মদ রুমন। বার্ষিক সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলার বেলকুচি থানা শাখা’র সাধারন সম্পাদক হাবিবুর রহমান, এনায়েতপুর থানা শাখা’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, কাজীপুর থানা শাখার সাধারন সম্পাদক হারুন অর -রশীদ, রায়গঞ্জ থানা শাখা’র সভাপতি ফিরোজ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় জেলার সমিতি’র আওতাভুক্ত সকল পুস্তক প্রকাশ ও বিক্রেতারা উপস্হিত ছিলেন।