সিরাজগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন ও ই এসডিও এর অংশ গ্রহন ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
“গরীব দুঃখীর মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয় “জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ আদালত প্রাঙ্গণে র্যালী, মেলায় হস্ত ও কুটির শিল্প ও বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান ও আইন সহায়তার ফরম বিতরণ, বিনামূল্য চিকিৎসা, চক্ষুসেবা,স্বেচ্ছায় রক্তদান গ্রুপ নির্ণয়, ওজন ও আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। রোববার (২৮এপ্রিল-২০১৯) দিনব্যাপী ওই দিবসের প্রতিপাদ্য -“বঙ্গবন্ধুরর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্য লিগ্যাল এইডে আইনি সেবাদান”। জাতীয় আইনগত সহায়তা প্রদদান সংস্হার সিরাজগঞ্জ জেলা কমিটির আয়োজনে, এ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রাজজ ফাহমিদা কাদের, জেলাজজ, নারীও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিজ্ঞবিচারক ফজলেখোদা মোঃ নাজির, ট্রাইবুনাল -২ বিজ্ঞবিচারক মোঃআব্দুল্লাহ আল-মামুন, জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার সিদ্দীকা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদৎ হোসেন প্রমানিক,পুলিশ সুপার টুটুল চক্রবতী, সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম, জেলসুপার আল-মামুন, সিরাজগঞ্জের সহকারী আইন জীবি (জিপি) এ্যাডঃ মোঃ জাহিদ হোসেন, পিপি আলহাজ্ব গাজী আব্দুর রহমান, স্পেশাল পিপি নারী ওশিশু নির্যাতন দমন ট্রাইবুনালের এ্যাডঃ এস এম আব্দুলল হামিদ লাভলু, জেলা আইন জীব সমিতির সভাপতিএ্যাডঃ এস এম আব্দুল ওহাব, সাধারন সম্পাদক এ্যাডঃ আনোয়ার পারভেজ লিমন, জেলা লিগ্যাল এইড অফিসার
ও সিনিয়র সহকারী জজ বেগম নাদিরা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান প্রাঙ্গনে মেলায় প্রায় ১৫টি স্টলের মধ্যে ইকো-সোশ্যাল ডেভেলমেন্ট অর্গানাইজেন (ইএসডিও) স্টলে আইনি সহায়তা ও পরামর্শ লিফটেট বিতরণ করছেন, ইউএনডিপিপ্রতিনিধি ও বাংলাদেশ গ্রাম -আদালত সক্রিয় করন (২য়পর্যায়) প্রকল্প ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আনোয়ারা হোসেন, ইএসডিও জেলা সমন্বকারী মনিরুজ্জামান সোহেল, উপজেলা সমন্বকারী মোক্তার আলম প্রমুখ।