সরিষাবাড়ীতে ছাত্রীকে উত্যাক্তকারী বখাটে গ্রেফতার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃতৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের ১ম বর্ষের ছাত্র তৌহিদুর রহমান(তানিন তালুকদার) এর উত্যাক্ত সইতে না পেরে গলায় ফাস নিয়ে আত্মহত্যাকারী সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ছোয়া সাহা অন্তরা(১৪)এর উত্যক্তকারী বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে পৌরসভার মূলবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ী এলাকার মতিউর রহমান তালুকদারের বখাটে পুত্র তৌহিদুর রহমান(তানিন তালুকদার) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাঞ্চেরপাড় গ্রামের নারায়ণ চন্দ্র সাহার কন্যা ছোয়া সাহা অন্তরা (১৪)কে ২ বছর যাবৎ বিদ্যালয় এবং কোচিংয়ে আসা যাওয়ার পথে উত্যাক্ত করে আসছিল। মেয়েটি তানিনের প্রস্তাব প্রত্যাখান করায় গত ২০ এপ্রিল আরামনগর মামুন স্মৃতি ক্যাডেট একাডেমি থেকে কোচিং শেষে বাড়ী ফেরার পথে
পথিমধ্যে মেয়েটিকে জোর করে মুখচেপে ধরে মোবাইল ফোনে সেলফি তুলে গনমাধ্যম ফেসবুকে পোষ্ট করে।এ বিষয়টি মেয়েটির চাচাত ভাইয়ের মাধ্যমে জানতে পেরে গত ২২ এপ্রিল রাত ৮ টার দিকে নিজ বাড়িতে গিয়ে ঘরে ফ্যানের সাথে মায়ের
শাড়ী গলায় পেচিয়ে ফাস নিয়ে আত্মহত্যা করে।এ আত্মহত্যা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় গত ২৩ এপ্রিল নিহতের পিতা নারায়ণ চন্দ্র সাহা বাদী হয়ে তৌহিদুর রহমান (তানিন তালুকদার)কে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে আরো ২/৩ জন কে অজ্ঞাত নামা আসামী করে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২২(২৩/০৪/২০১৯ ইং)। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার এস.আই ছাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে তাকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করে গতকাল বখাটে তানিনের ৩ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। তানিন গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মাঝে উৎফুল্য লক্ষ করা গেছে।এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন,সপ্তম শ্রেনীর ছাত্রী অন্তরার উত্যাক্তকারী বখাটেকে গ্রেফতার করে ৩দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।