তাড়াশে বখাটেদের কারণে স্কুলে যাওয়া বন্ধ ২০ ছাত্রীর
হাদিউল হৃদয়, তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাঝদক্ষিনা খলিলুর রহমান দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীরা স্থানীয় বখাটেদের ইভটিজিং এ শিকার হয়ে প্রায় ২০ জন ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এ নিয়ে ভুক্তভোগী ছাত্রীরা স্কুলে প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেও কোন সমাধান পায়নি বলে অভিযোগ পাওয়া
গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা মাঝদক্ষিনা খলিলুর রহমান দ্বি-মূখী
উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে প্রতিদিন ৮ থেকে ১০ জনের একটি সংগবন্ধ বখাটের দল মাঝদক্ষিনা বাজার
এলাকায় দাঁড়িয়ে ছাত্রীদের বিভিন্ন আপত্তিকর ও অশ্লীল কথা র্বাতা এবং কুপ্রস্তাব দিয়ে আসছে। ঘটনার
দিন ২০ এপ্রিল স্কুলে যাওয়ার পথে বিভিন্ন যৌন হয়রানি মূলক কথা বললে ছাত্রীরা সরাসরি স্কুলের প্রধান
শিক্ষক বরাবর ৮ জন বখাটের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন এবং পরিবারে লোকজন কে জানায়।
কিন্তু এখনো তার কোন সমাধান না পেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে তারা।
ওই বিদ্যালয়ে ভুক্তভুগী দশম শ্রেণির ছাত্রী লিলি, উর্মিসহ অনেকেই অভিযোগ করে জানান, আমরা স্কুলে
যাওয়ার পথে প্রায় প্রতিদিনই কয়েকজন বখাটে ছেলে বাজারে কম্পিউটারের দোকানে বসে বাজে বাজে
কথা বলে এবং প্রেমের প্রস্তাব দেয়। আমরা আমাদের স্কুলর প্রধান স্যারসহ সকল শিক্ষকদের জানিয়েছি এবং
বখাটেদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো কোন সমাধান হয়নি। তাই সম্মানের
ভয়ে ৭ দিন ধরে স্কুল যাই না।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক শাজাহান আলী জানান, বিষয়টি নিয়ে ছাত্রীরা আমার কাছে লিখিত
অভিযোগ করলে আমি স্থানীয় চেয়ারম্যানকে জানিয়ে বখাটে ছেলেদের বাবার কাছে নোটিশ পাঠিয়েছি। এবং দ্রুত বখাটাদের অত্যাচার বন্ধ করার জন্য অনুরোধ করেছি। দেশিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, স্কুলের প্রধান শিক্ষকের মুখে অভিযোগটা
শুনেছি, সাথে সাথে প্রধান শিক্ষকের মাধ্যমে ওই সকল বখাটে ছেলেদের বাবার কাছে নোটিশ পাঠাতে বলছি। আগামী রবিবার তাদের উভয় পক্ষের অভিভাবক নিয়ে বসার কথা আছে। তবে এর একটা প্রতিকার হওয়া
দরকার। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রীদের পরিবার থেকে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বরাবর
লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। তাড়াশে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার