শাহজাদপুরে গরুসহ চার গরু চোর আটক
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক:
গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শরিফুল ও এ এস আই রাশেদুল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগর ডালা বাজার থেকে একটি ষার গরুসহ ৪ জন গরুচোরকে আটক করে থানায় আসে ।গরুচোররা হল ,উপজেলার পৌরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামের মোঃ আজাহার মোল্লা (৪০),বড় মহারাজপুর গ্রামের মোঃ লাল চাঁদ (২১), চরবাচরা গ্রামের মোঃ আব্দুল মমিন (২২) ও মোঃ সাহেব আলি (২১) । জানা যায়, এ দিন রাতে পৌরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামের মোঃ আজাহার আলী সরকারের পুত্র মোঃ আনিছুর রহমান প্রতিরাতের ন্যায় তার ষার গরুটিকে খাইয়ে সে ঘুমিয়ে পরলে আটককৃত চোররা তার গরুটি চুরি করে পালিয়ে যাওয়ার সময় থানা পুলিশের হাতে আটক হয়। এ ঘটনায় গরুটির মালিক আনিছুর রহমান বাদী হয়ে আটককৃত ৪ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি মামলা দ্বায়ের করেছে। থানাপুলিশ আসামীদেরকে শাহজাদপুর উপজেলা আদালতে প্রেরন করা হয়েছে।