প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ ছাত্রীকে হত্যা
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক :
১৭ এপ্রিল দুপুরেই দিকে গাজিপুর কোনাবাড়ী কাচাবাজার এলাকায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ ছাত্রীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে এক যুবক। কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজের মানবিক শাখার প্রথম বষের ছাত্রী সাবিনা আক্তার লিজা কলেজের পরিক্ষা শেষে বাড়ী ফেরার পথে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারনে কোনাবাড়ী কাচাবাজার এলাকায় প্রকাশ্যে বুকে ও গলায় ছুরিকাঘাত করে মিলেনিয়াম কলেজের ১ম বসের ছাত্র মুস্তাকিন রহমান রাজু। আহত লিজাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য গাজিপুর শহিদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এসময় লিজার শারীরিক অবস্থা আরও অবনতি হলে রাজধানীর উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত লিজা গাজিপুর সিটি কর্পোরেশনের ১০নং ওয়াড স্থানীয় শফিকুল ইসলামের মেয়ে।খুনি রাজু গাজিপুর সদর থানার সালনা এলাকার স্থানীয় আবুল কাশেমের ছেলে।নিহতের বড় ভাই জানান বেশ কিছুদিন যাবত তার বোনকে উত্যক্ত করে আসছিল রাজু।বিষয়টি জানাজানি হওয়ার পর রাজু লিজার মা- বাবার কাছে ক্ষমা চায় এবং আর বিরক্ত করবেনা বলে জানান। এ ব্যাপারে কোনাবাড়ী থানার ওসি এমদাদ জানান নিহতের বুকে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজিপুরে শহিদ তাজউদ্দীন হাসপাতালে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি সাংবাদিকদের জানান।