শ্বশুর বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল যুবক
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল যুবক মনিরুল (২৬)। ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের মুংলিশপুর গ্রামে। এ এলাকাবাসীর তথ্যমতে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাফর গ্রামের উত্তর পাড়ার পোশাক শ্রমিক আসাদুলের ছেলে মনিরুল ইসলাম প্রায় ৫ মাস আগে একই ইউনিয়নের পার্শ্ববর্তী মুংলিশপুর গ্রামের তারা মিয়ার মেয়ে তন্বী আক্তারকে বিয়ে করে। মনিরুলও পোশাক শ্রমিক হিসেবে কাজ করত। একপর্যায়ে সে চাকরি থেকে ইস্তফা দেয়। গত ১৫ এপ্রিল মনিরুল সস্ত্রীক ঢাকা থেকে বাড়ি চলে আসে। ১৬ এপ্রিল মনিরুল মুংলিশপুর গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে যায়। ওইদিন রাত সাড়ে ৮ থেকে ৯ দিকে তাকে বটি দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয় বলে স্হানীয়রা জানান। পলাশবাড়ী থানা পুলিশ রাতেই লাশের সুরতহাল রিপোর্ট শেষে মনিরুলের লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। নিহত মনিরুলের শ্বাশুড়ি জাহানারা বেগম ও স্ত্রী তন্বী আক্তারকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাতেই থানায় নিয়ে আসে। একমাত্র ছেলেকে হারিয়ে মনিরুলের মা বাকরুদ্ধ হয়ে পাগলীনি প্রায়। এ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়ীতদের দ্রুতবের করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে বলে পুলিশ জানায়।