সিরাজগঞ্জে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপনে বর্ণাঢ্য র্যালি প্রদর্শন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
“স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে বুধবার ১৭ এপ্রিল সকালে সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালী আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। এসময় র্যালিতে অংশগ্রহণ করেন, সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, সাবেক সিরাজগঞ্জ-পাবনা আসনের মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও পৌরসভার ১নং প্যানেল মেয়র হেলাল উদ্দিনসহ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতাল বিভিন্ন সরকারী-বেসরকারী স্বাস্থ্য সেবা ক্লিনিক ও বিভিন্ন ইন্সটিটিশনের প্রায় ৮’শত জন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।