বিশ্ব কাপের জন্য বাংলাদেশ দলের নাম ঘোষণা করল বিসিবি
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক
নানান কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের নাম ঘোষণা করল বিসিবি। মংলবার দুপুর ২ টার দিকে মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের নাম ঘোষণা করে প্রধান নিবাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিশ্বকাপের ১৫ সদস্যদের চুড়ান্ত স্কোয়াড ১.মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ২.সাকিব আল হাসান (সহ অধিনায়ক) ৩.তামিম ইকবাল খান ৪.মুশফিকুর রহিম ৫.লিটন কুমার দাস ৬.সৌম্য সরকার ৭.মাহমুদউল্লাহ রিয়াদ ৮.মোহাম্মদ মিথুন ৯.মোস্তাফিজুর রহমান ১০.রুবেল হোসেন ১১.মেহেদী হাসান মিরাজ ১২.মোহাম্মদ সাইফুদ্দিন ১৩.আবু জায়েদ চৌধুরী রাহি ১৪.সাব্বির রহমান ১৫.মোসাদ্দেক হোসেন সৈকত