সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলায় হচ্ছে কর আদায় ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
“রাখব নিস্কন্টক জমি-বাড়ী, করব সবাই ই-নামজারী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন সিরাজগঞ্জ এর আয়োজনে, সিরাজগঞ্জ সদর উপজেলায় “ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯” চলছে।
ভূমি উন্নয়ন কর মেলার ৩য় দিন শনিবার ১৩ এপ্রিল পর্যন্ত সদর উপজেলা ভূমি অফিস মেলায় ভূূূমি উন্নয়ন কর ১ লাখ ২০ হাজার ২১৫ টাকা আদায় করেছেন।
মেলায় প্রতিদিন উপস্হিত থেকে ভূমি কর আদায় করেন, সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা ভূমি নায়েব মোঃ নজরুল ইসলাম সহ অফিসের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, এ মেলা বৃহস্পতিবার(১১এপ্রিল-২০১৯)সকালে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়াম চত্বরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। উক্ত ভূমি সেবা সপ্তাহে ফিতা কেটে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর -উর-রহমান।
এরপর বর্ণাঢ্য র্যালি শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়াম হতে শুরু হয়ে মুজিব সড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
এছাড়া ১০ এপ্রিল ২০১৯ থেকে ভূমি সেবা ক্যাম্পের মাধ্যমে সরাসরি সেবা দেয়া হয়।
১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা হতে রাত ৮ টা পর্যন্ত এ সেবা দেয়া হচ্ছে। এ সেবা ক্যাম্পে ই-নামজারী,ভূমি উন্নয়ন কর আদায়,খাস জমি ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে সরাসরি সেবা দেয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখার উদ্দীন শামীম, সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান, সদর ভূমি নায়েব মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের স্কাউট ও ভূমি প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।