সিরাজগঞ্জে কেমিক্যাল যুক্ত পঁচা তরমুজ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের বড়বাজারে খাবার অযোগ্য কেমিক্যাল যুক্ত পঁচা তরমুজ বিক্রির অপরাধে আবেগ ফলভান্ডার তরমুজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ শহরের বড়বাজারে অভিযান চালিয়ে এ অর্থ দন্ড দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। জেলা সেনেটারী ইন্সপেক্টর মোহাম্মদ আলী জিন্নাহ জানান, “কিছু অসাধু তরমুজ ব্যবসায়ী সাধারণ মানুষকে ঠকিয়ে এই সকল কেমিক্যাল যুক্ত তরমুজ বিক্রি করে । ওই তরমুজ ব্যবসায়ী দুপুরে জনৈক এক চিকিৎসকের কাছে তরমুজ বিক্রয় করে।চিকিৎসক বাসায় নিয়ে তরমুজ কাটলে তা থেকে ঘোলাটে সাদা বস্তু বের হয়, যা থেকে ক্যামিকেলের ঝাঁঝালো গন্ধ বের হয় এবং তরমুজটি পঁচা ও খাবার অযোগ্য দেখা যায়।” এরপর খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত উক্ত দোকানে অভিযান পরিচালনা করেন। কেমিক্যাল যুক্ত পঁচা ও খাবার অযোগ্য তরমুজ বিক্রির দায়ে ঐ জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন ছিলেন জেলা সেনেটারী ইন্সপেক্টর মোহাম্মদ জিন্নাহ, পৌর স্যানেটারী ইন্সপেক্টর ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।