তাড়াশে ধর্ষণের চেস্টার কারনে লিঙ্গ হারালেন যুবক
আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে ধর্ষণের চেষ্টা করায় এক গৃহবধূ ধর্ষকের লিঙ্গ কেটে দিয়েছে। গত বুধবার গভীর রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে ঘটনাটি ঘটে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের পাষাণ খাঁনের ছেলে ফজলুর রহমান ফজলু (৩৫) একই গ্রামের এক গৃহবধূর শয়নঘরে কৌশলে ভেতরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূ নিজের সম্ভ্রম রক্ষায় ঘরে রাখা ধারালো অস্ত্র দিয়ে লম্পট ফজলুর লিঙ্গ কেটে দেয়। পরে ফজলুর আর্তচিৎকারে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি আমি সাংবাদিকদের কাছ থেকে জেনেছি। থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।