মল্লিকজান বেগম ১ম বিভাগ ক্রিকেট লীগে অগ্রদূত সংসদ এক উইকেটে জয়ী
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
মল্লিকজান বেগম স্মৃতি ১ম বিভাগ ক্রিকেট লীগের দ্বিতীয় সেমিফাইনালে অগ্রদূত সংসদ ও রেঁনেসা ক্লাবের মধ্যকার খেলায় নাটকীয়ভাবে এক উইকেটে জয়ী হয়েছে অগ্রদূত সংসদ। বুধবার শহীদ শাসমসুদ্দীন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় টসে জিতে রেঁনেসা ক্লাবের অধিনায়ক সুমন সাহা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই অগ্রদূত সংসদের বোলারদের তোপের মুখে পড়ে রেঁনেসা ক্লাব। শেষ পর্যন্ত ২৯ ওভার ২ বল খেলে সবকয়টি উইকেট হারিয়ে রেঁনেসা ক্লাবের সংগ্রহ ৯৭ রান। দলের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান রাফি ২৪ রান সংগ্রহ করে। অমিয় এবং সুনাম ১১ রান করে সংগ্রহ করে। অপরদিকে অগ্রদূত ৯৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মাত্র ৮৭ রান সংগ্রহ করে ৮ উইকেটের পতন ঘটলে খেলায় নাটকীয় মোড় নেয়। রুদ্ধশ্বাস এ খেলায় ৯৭ রান করার পর অগ্রদূত সংসদের নবম উইকেটের পতন ঘটে। ম্যাচে দেখা দেয় অগ্রদূত সংসদের জেতার অনিশ্চয়তা। ১০ম উইকেটের জুটি রাজ্জাক পয়েন্ট অঞ্চল দিয়ে বল মাঠের বাইরে পাঠালে অগ্রদূত সংসদ এক উইকেটে নাটকীয় জয় লাভ করে। অগ্রদূত সংসদের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান খালিদ সর্বোচ্চ ২৩ রান করেন। দলের জয়ের নায়ক রাজ্জাক ৭ ওভার বল করে ৪ মেডেনসহ ৬ রান দিয়ে ৩টি উইকেট লাভ করে।