শাহজাদপুরে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা পালিত
আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি:
আজ বুধবার দুপুরে শাহজাদপুরে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা -২০১৯ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।র্যালিটি উপজেলা চত্ত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়। সেখানে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা -২০১৯ এর শুভ উদ্বোধন করেন সহকারী জেলা প্রশাসক মোঃ ফিরোজ মাহমুদ । শুভ উদ্বোধন শেষে সেখানে আলোচন সভা অনুষ্ঠিত হয় ।শাহজাদপুর সহকারি কমিশনার (ভূমি) হাসিব সরকারের স ালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খান এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সহকারী জেলা প্রশাসক মোঃ ফিরোজ মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রফেসর আজাদ রহমান, প্রফেসর নাসিম উদ্দিন মালিথা , শাহজাদপুরের সাংস্কৃতিক সকল অঙ্গসংগঠনের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।সেখানে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা -২০১৯ উপলক্ষে সেবা মুলক ক্যাম্প করা হয়।