সিরাজগঞ্জের কামারখন্দে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
খাইরুল ইসলাম (কামার খন্দ প্রতিনিধি)
সিরাজগঞ্জের কামারখন্দে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, সহকারি কমিশনার (ভূমি) শিফা নুসরাত, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল প্রমুখ। এর আগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে এসে শেষ হয়।