আইপিএল ঘিরে জুয়ায় মেতেছে শাহজাদপুরের চায়ের দোকান থেকে সর্বত্র
আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) ঘিরে জুয়ায় মেতেছে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র। উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে এসব আসর বসছে। তরুণ-যুবক থেকে শুরু করে প্রায় সব বয়সী মানুষ ক্রিকেট জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। কেউ কেউ জুয়ার নেশায় আশক্ত হয়ে হারাতে বসেছে সর্বস উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিপিএলকে ঘিরে এলাকায় প্রথমে ক্রিকেট জুয়ার বিষয়টি আলোচনায় আসে। এ বছরের ৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা বিপিএল টুর্নামেন্টের সময় ক্রিকেট নিয়ে জুয়া শাহজাদপুরে ছড়িয়ে পড়ে। বিপিএলের রেশ না কাটতেই আইপিএল নিয়ে মেতে উঠেছে জুয়াড়িরা। এবার শুরু হয়েছে ভয়াবহ চিত্র। রিকশা শ্রমিক থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়াসহ নানা শ্রেণির নানা বয়সী মানুষ ক্রিকেট বাজির সঙ্গে জড়িয়ে পড়ছে। এই জুয়ার কারণে কেউ কেউ নিঃস্ব হতে বসেছে। অনেকে আবার বিভিন্ন সমিতি থেকে চড়া সুদে ঋণ নিয়ে বাজি ধরে সব খুইয়েছে। জুয়াড়িদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন আইপিএল খেলা শুরুর সঙ্গে সঙ্গে বাজি ধরা শুরু হয়। বেশির ভাগ বাজি ধরা হয় ওভারের চার ও ছক্কা নিয়ে। এই বাজি ধরা নিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা হাত বদল হচ্ছে। তবে এলাকাবাসীর দাবি প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বুধবার শাহজাদপুরের বিভিন্ন এলাকা ঘুরে ক্রিকেট জুয়ার ভয়াবহ চিত্র পাওয়া গেছে। বন্দর এলাকায় প্রতিদিন মোটা অঙ্কের টাকা হাত বদল হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক ব্যবসায়ী জানান, বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ বাঘাবাড়ীতে জুয়া খেলতে আসে। এর মধ্যে বেশির ভাগ কিশোর ও তরুণ। সূত্র মতে, পৌর এলাকার মণিরামপুর বাজার, দ্বারিয়াপুর বাজার, বিসিক বাসস্ট্যান্ড, দিলরুবা বাসস্ট্যান্ড, পারকোলা বাজার, থানার ঘাট, রূপপুর, দরগাপাড়া,জামিরতা বাজার এলাকায় নিয়মিত এসব আসর বসছে। এ ছাড়া বিভিন্ন হাটবাজারে চলছে জুয়া। এলাকার চায়ের দোকানে থাকা টেলিভিশন ঘিরে জুয়াড়িরা ভিড় করে থাকে। জানা গেছে, বিভিন্ন সংকেতিক ভাষা ব্যবহার করা হয় এই জুয়া খেলায়।