সিরাজগঞ্জে মল্লিকাজান প্রথম বিভাগ ক্রিকেট লীগে রহমতগঞ্জ ফাইনালে
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জে মল্লিকাজান প্রথম বিভাগ ক্রিকেট লীগে রহমতগঞ্জ ইয়াংএসোসিয়েশন ফাইনালে উঠেছে। সোমবার (৮ এপ্রিল -২০১৯) সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন ষ্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা ক্রীড়াসংস্থা আয়োজিত মল্লিকাজান প্রথম বিভাগ ক্রিকেট লীগের সেমিফাইনাল খেলায় রহমতগঞ্জ ইয়াংএসোসিয়েশন অভিযাত্রী সংসদকে ২৩ রানে হারিয়ে ফাইনাল খেলার সৌভাগ্য অর্জন করেছে। দিনের শুরুতে অভিযাত্রী সংসদ টসজিতে অধিনায়ক জিয়াবাবু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। রহমতগঞ্জ ৫০ ওভারের খেলায় ব্যাট করতে নেমে ৫ ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র ১০ রান সংগ্রহ করে। খেলার এমন মুহুর্তে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে তুমুল বৃষ্টি। টানা ২ঘন্টা বৃষ্টিপাতের পর মাঠ খেলার উপযুক্ত হওয়ায় আম্পায়ারের সিদ্ধান্তে ২৫ ওভারে খেলা শেষ করতে হয় রহমতগঞ্জকে। স্মরনের ৩৪ পারভেজের ৩৯ ও ডিকে ৪৪ রান করে রহমতগঞ্জ ৫ উইকেট হারিয়ে সর্বমোট ১৩৩ রান সংগ্রহ করে। অভিযাত্রী সংসদ ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল ছিলনা। আসিক সর্বচ্চ ৩৪ রান করে। সব উইকেট হারিয়ে ১১০ রানে গুটিয়ে যায় অভিযাত্রী সংসদ। পরাজিত হন ২৩ রানে। তিন বারের চ্যাম্পিয়ন রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশন এবারো ফানালে উঠে গেলো। খেলায় সর্বচ্চ ৪৪ রান করে বল হাতে ৩ উইকেট নিয়ে রহমতগঞ্জের বহিরাগত খেলোয়াড় ডিকে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। সেরা খেলোয়াড় ডিকের হাতে পুরস্কার তুলেদেন জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, ক্রিকেট উপকমিটির সম্পাদক সনজয় সাহা,জেলা ক্রীড়াসংস্থার অন্যান্য কর্মকর্তা ফুলাদ হায়দার খান, আল আমিন, এনামুল হক, ক্রিকেট কমিটির সদস্য হাসান ইশতিয়াক তমাল, রহমতগঞ্জ ইয়ং এসোসিয়েশনের কর্মকর্তা মশিউর আলম লিটন প্রমুখ। রহমতগঞ্জ ইয়াংএসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বাবলা মল্লিকাজান প্রথম বিভাগ ক্রিকেট লীগে রহমতগঞ্জ ইয়াংএসোসিয়েশনের ফাইনালে ফাইনালে খেলার সৌভাগ্য অর্জন করায় দলীয় অধিনায়ক ইশতিয়াক সরকার মিলন সহ সকল খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। খেলায় ধারাভাষ্যকার ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। আগামী ১০ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশ নেবে রেনেসাঁ ক্লাব বনাম অগ্রদূত একাদশ।