সিরাজগঞ্জে সদর উপজেলা ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ফোরামের মিটিং অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্নাঃ
” নিয়ম মেনে বিদেশ গেলে, উন্নতি ও শান্তি মেলে, এই শ্লোগান কে ধারন করে সিরাজগঞ্জে ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ফোরামের রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার (আর এস সি) কমিটির সভা সিরাজগঞ্জের এম এ মতিন সড়ক জগাই মোড় কার্যালয়ে রোববার ( ৭ এপ্রিল -২০১৯) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে, আর এস সি’র সিরাজগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি তমিজুল ইসলামের সভাপতিত্বে মুল বক্তব্য উপস্হাপন করেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগামের আর এস. সি ম্যানেজার আব্দুল মাজেদ । এ সময় বক্তব্য রাখেন, ব্র্যাক সিরাজগঞ্জ ব্রান্সের মনিটরিং সিনিয়র অফিসার প্রিয়াংকা চৌধুরী, ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার শরীফুল ইসলাম, আর এস সি কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক পারভীন আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মমতাজ বেগম, সদস্য সাংবাদিক আজিজুর রহমান মুন্না, সাংবাদিক রফিউল আলম বাবুল, গোলাম মোস্তফা, শাহাদত হোসাইন, ছানোয়ার হোসেন,কামরুল হাসান প্রমুখ। সভায় আগামী কর্মপরিকল্পনায় বিদেশ- ফেরত অভিবাসীদের নিরাপদ অভিবাসন ও অর্থনৈতিক পুনেরকত্রী করণ সহযোগিতা প্রদান করার সিদ্ধান্ত হয়। চলতি মাসেই ফোরামে সদস্যদের নিয়ে ১দিনের ওরিয়েন্টেশন করা হবে এবং আগামী ২ মাসের মধ্যে ১০ জন বিদেশগামী ও ৫ জন ফেরত অভিবাসীকে পরামর্শ প্রদান এবং জন শক্তি অফিস বা ব্র্যাক মাইগ্রেশন প্রোগামের অফিসে আসার আহবান জানার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় আই ও এম এর সাথে পাটনার শীপে ব্র্যাক মাইগ্রেশন প্রোগামের প্রত্যাশা প্রকল্পটি বাস্তবায়নের জন্য কাজ করছে।