বেলকুচিতে প্রতারনার দায়ে ২ প্রতারককে আটক করেছে পুলিশ।
আবির হোসাইন শাহিন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতারণার দায়ে ২ প্রতারক চক্র আটক। প্রেমের নাম করে প্রতারনা করায় প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নে তেয়াশিয়া গ্রামের নূরনবীর ছেলে জজ মিয়া (১৯) ও কান্দাপাড়া গ্রামের সুজনের স্ত্রী শারমীন খাতুন (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়,অনেকদিন ধরে কান্দাপাড়া গ্রামের সুজনের স্ত্রী মোবাইলে প্রেমের অভিনয় করে প্রতারণা করে আসছিল। বিভিন্নভ সময়ে নানান ছেলের সাথে সুজনের স্ত্রী শারমিন মোবাইল ফোনে কথা বলে প্রেমের সম্পর্ক ঘরে তুলত। পরে কৌশলে তাদের ডেকে এনে মোটা অংকের টাকা আদায় করে নেয় তারা। এই কৌশলে ধুকুরিয়া বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে জুবায়ের হোসেন (২১) নামে এক যুবককে ডেকে আনে। পরবর্তীতে তার পরিবারের কাছে ২ লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাতক্ষনিকভাবে জুবায়ের ২০ হাজার টাকা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভূক্তভোগী বিষয়টি থানা পুলিশকে অবিহিত করলে দৌলতপুরের একটি বাড়ি থেকে প্রতারকচক্রের ২ সদস্যকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর প্রতারকচক্রের ২সদস্যকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।