বিআরডিবি‘র প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান
আবির হোসাইন শাহিন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ পল্লী উন্নয়ণ বোর্ড (বিআরডিবি) এর বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্প/কর্মসূচী একত্রিত করে “বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরন ফাউন্ডেশন” এর পরিবর্তে রাজস্ব বাজেটসহ প্রকল্প/কর্মসূচীতে কর্মরত সকল জনবলের সমন্বয়ে বিআরডিবিকে “বঙ্গবন্ধু পল্লী উন্নয়ণ অধিদপ্তর” রুপান্তরকরণ এবং সিবিএ কৃর্তক দাখিলকৃত ৭দফা দাবীনামা বাস্তবায়নের দাবীতে জেলা দপ্তরের সামনে অবস্থান কর্মসূচী ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় বিআরডিবি কর্মচারী সংসদ সিবিএ রেজিঃ নং-১৯৯৩ (জাতীয় শ্রমিকলীগ‘র অর্ন্তভুক্ত) সিরাজগঞ্জ জেলা কমিটির আয়োজনে ৩এপ্রিল ২০১৯ বুধবার সকালে বিআরডিবি‘র জেলা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৭ দফা দাবী সংবলিত বিআরডিবি‘র রাজস্ব বাজেটভুক্ত সকল প্রকল্প/কর্মসূচীতে কর্মরত জনবলসহ “বঙ্গবন্ধু পল্লী উন্নয়ণ অধিদপ্তর” রুপান্তরকরণ করার দাবীতে স্বারকলিপি প্রদান করা হয়। এসময় বিআরডিবি কর্মচারী সংসদ সিবিএ রেজিঃ নং-১৯৯৩ (জাতীয় শ্রমিকলীগ‘র অর্ন্তভুক্ত) সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল লতিফ, কার্যকরি সভাপতি মোঃ শফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মচারীরা অবস্থান কর্মসূচী পালন ও স্বারকলিপি প্রদানে অংশ গ্রহণ করেন।