উল্লাপাড়ার নাইমুড়ি বাজারে অভিযান চালিয়ে ডাকাতি করা ৬ ড্রাম পামওয়েল উদ্ধার দোকানদার আটক।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সলংগা থানা পুলিশের সহযোগিতায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা রোববার উল্লাপাড়া উপজেলার নাঈমুড়ি বাজারে অভিযান চালিয়ে ডাকাতি করা ৬ ড্রাম পামওয়েল উদ্ধার করেছে। এসময় জাকির হোসেন নামক এক দোকান মালিককে আটক করা হয়। উদ্ধার করা তেলের মূল্য প্রায় ১ লাখ টাকা। এ ব্যাপারে সলংগা থানার উপ-পরিদর্শক সবজু রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল ডাকাত তাদের ডাকাতি করা ৬ ড্রাম পামওয়েল নাঈমুড়ি বাজারের সুজন, নুরাল ও জাকির নামে তিন দোকান মালিকের নিকট বিক্রি করে। পুলিশ অভিযান চালিয়ে এদের নিকট থেকে এসব পামওয়েল উদ্ধার করে। এসময় দোকানে থাকা জাকির হোসেনকে আটক করা হয়।