বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডে সাজ্জাদুল হক রেজার শোক ও দুঃখ প্রকাশ
আবির হোসেন ঃ
রাজধানীর বনানী এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় বেলকুচি উপজেলা যুবলীগের পক্ষে থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক ও আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদুল হক রেজা। এক শোকবার্তায় তিনি এ মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের আশু সুস্থতাও কামনা করেন। এ ছাড়া এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে দেশবাসীসহ সবার প্রতি আহ্বানও জানান তিনি। পাশাপাশি আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।