লাখো শহীদদের আত্মত্যাগকে বুকে ধারন করে স্বপ্নের সোনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় হোক আমাদের মূল লক্ষ্য -স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এম.পি
সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান বলেছেন,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গৌরবোজ্জল এ দিনটি স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বা্ঙ্গলী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বতন্ত্র পতাকা,জাতীয় সঙ্গীত ও জাতিসত্ত্বার পরিচিতি। লাখো শহীদদের বীরত্ব গাঁথা ও আত্মত্যাগকে বুকে ধারন করে একটি সুখী ,সমৃদ্ধ স্বপ্নের সোনার ডিজিটাল বাংলাদেশ গড়বো এ প্রত্যয় হোক আমাদের মূল লক্ষ্য। তাই কৃতজ্ঞতার সাথে পরম শ্রদ্ধাভরে বঙ্গবন্ধুর মহান আত্মত্যাগ স্বরন করতে হবে। গতকাল বুধবার সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আ,লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা ,সাধারন সম্পাদক রাজধানীর তেজগাও কলেজের উপাধ্যক্ষ হারুন অর রশীদ,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বক্তব্য রাখেন।ছবির ক্যাপশনঃ জামালপুরের সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের
পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি ।