সিরাজগঞ্জে ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
৪৯তম ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। দিবসটি সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি ব্যাপক কর্মসূূচী মধ্যেছিলো – ভোরে শহরের বাজার স্টেশনের মুক্তির সোপানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রথম পুষ্পস্তবক অর্পন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
এরপর সিরাজগঞ্জসদর -কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না , পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজ, রাজনৈতিক,সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ব্যাংক-বীমা, এনজিও, বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠন, সরকারি ও বেসরকারী বিভিন্ন সংস্থা, নাট্য সংগঠন, সন্মিলিত সাংস্কৃতিক জোট , সিরাজগঞ্জ প্রেসক্লাব পুস্পস্তবক অর্পন করে।
সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দীন স্টেডিয়াম মাঠে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা । দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিলো মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুুুলিশ সুুপার টুটুুল চক্রবর্তী, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম সোহেল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুুুুমার দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দীন পবলু প্রমুখ। পরে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় সঞ্চালনায় ছিলেন, নূরনবী ও তাহমিনা কলি ।