কামারখন্দে মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ নারী ব্যবসায়ী আটক।
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে বারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত নারী মাদক ব্যবসায়ী জামতৈল গ্রামের আইয়ূব আলী (কাঠাল) এর স্ত্রী মোছাঃ বেদেনা খাতুন (২৭)।
আটককৃত নারী মাদক ব্যবসায়ীসহ তার স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কামারখন্দ থানায় মামলার দায়ের করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ-পরিদর্শক (এস,আই) মোঃ মেহেদুল ইসলাম, এএসআই ইব্রাহীম খলিল, কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এস,আই) মহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ।
কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, কামারখন্দ উপজেলাকে আগামী ৩১ মার্চে মাদকমুক্ত ঘোষনা করা হবে। দফায় দফায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এরই মধ্যে আমরা মাদক ব্যবসা বন্ধ ও সেবনের মাত্রা অনেকটা কমিয়ে এনেছি। মাদক ব্যবসা ও সেবন শূন্যের কোটায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে, আশা করছি ৩১ মার্চ এর আগেই কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত করে মাদকমুক্ত উপজেলা ঘোষনা করা হবে।