সিরাজগঞ্জের গজারিয়া গ্রামের মানসিক ভারসাম্যহীন যুবক আরাফাতের লাশ উদ্ধার !
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে আরাফাত তালুকদার (১৬) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ মার্চ-২০১৯) সন্ধ্যায় সদর উপজেলার গজারিয়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আরাফাত তালুকদার সদর উপজেলার গজারিয়া গ্রামের আব্দুস সালাম তালুকদারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার মোখলেছ বলেন, নিহতের পিতা আব্দুস সালাম তালুকদার থানায় লিখিত অভিযোগ করেছেন, তার ছেলে আরাফাত তালুকদার দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। ইতিপূর্বে সে দুবার আত্নহত্যার চেষ্টা করেছে। সকালে সে বিষপান করে বাড়ির পাশে একটি মাঠে ছটফট করছিলো। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি আরাফাতকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মৃতদেহ উদ্ধার করে।