সলঙ্গায় মহাসড়কে পৃথক ২টি অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ শ’ ৪৬ বোতল ফেন্সিডিলসহ দুই বিক্রেতাকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। আটকেরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ইয়াছিন আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২) ও একই জেলার পত্নীতলা উপজেলার সাদুটিকা গ্রামের পইর উদ্দিন মন্ডলের ছেলে নূরুল ইসলাম (৪৮)। হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আমিনুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার গভীর রাত থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। বৃহস্পতিবার ভোররাতে নওগাঁর সাপাহার থেকে ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের সাইট বক্সে আলুর বস্তা থেকে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই ফেন্সিডিলের মালিক আনোয়ার হোসেনকে আটক করা হয়। অপরদিকে, নজিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী নওগাঁ ট্রাভেলসে তল্লাশি চালিয়ে ৪৭ বোতল কোডিনযুক্ত ফেন্সিডিলসহ আসামি নূরুল ইসলামকে আটক করা হয়।