জেলা তথ্য অফিসের উদ্দ্যোগে দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে অবহিত ও সম্পৃক্ত করণের প্রেস ব্রিফিং।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুর জেলা তথ্য অফিসের আয়োজনে দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্ত করণের লক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে পৌর সভার বাউসী বাঙ্গালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের কক্ষে এ প্রেস ব্রিফিং করা হয়।প্রেস ব্রিফিয়ে জেলা সিনিয়র তথ্য অফিসার নুরন্নবী খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,সহকারী তথ্য অফিসার আনোয়ার হোসেন,বাউসী বাঙ্গালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ।
এ সময় সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন,প্রথম আলো প্রতিনিধি শফিকুল ইসলাম,মানব কন্ঠ প্রতিনিধি জাকারিয়া জাহাঙ্গীর, দৈনিক সমকাল প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক,দৈনিক বর্তমান প্রতিনিধি মমিনুল ইসলাম কিসমত,দৈনিক করতোয়া প্রতিনিধি তৌকির আহাম্মেদ হাসু, জেটিভি(অনলাইন) প্রতিনিধি মতিউর রহমান, বিজয় টিভি সরিষাবাড়ী প্রতিনিধি সোহানুর রহমান সোহান,এশিয়ান টিভি’র সরিষাবাড়ী প্রতিনিধি মোস্তাক আহম্মেদ মনির, এস টিভি’র সরিষাবাড়ী প্রতিনিধি মশিউর রহমান উপস্থিত ছিলেন।