সাবেক পৌরমেয়র মরহুম আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী পালন ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র জনপ্রিয় নেতা মরহুম জননেতা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার তৃতীয় মৃত্যুবাষির্কী পালন করেছে। এ উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ সোমবার ১৮মার্চ-২০১৯) দিনব্যাপী দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। সিরাজগঞ্জ শহরের এস.এস রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিকেলে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের দুই দুইবারের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আবু ইউসুফ সুর্য্য, বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ কে,এম হোসেন আলী হাসান, এ্যাডঃ বিমল কুুুুমার চন্দ্র দাস, আলহাজ্ব মোস্তফা কামাল খান ও পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, শহর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানীউল হক মোল্লা, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী শেখ, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, এ্যাডঃ আব্দুর রউফ পান্না, জেলা যবুলীগের সভাপতি এ্যাডঃ আব্দুল হাকিম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপক হাসনা হেনা, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, ফারুক খান, নরেশ চন্দ্র ভৌমিকসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো। বক্তারা এ সময় বলেন, মরহুম আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া ছিলেন দলের জন্য একজন নিবেদিত নেতা তার কোন লোভলালসা, মোহ তাকে স্পর্শ করতে পারেনি। তিনি ছিলেন, সবার কাছে প্রিয় মানুষ সৎ, দক্ষ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। দলের সংকটময় মুহূর্তে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন ধীরস্থির ভাবে। নেতৃবৃন্দ দলের সবাইকে আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার আদর্শ অনুসরণ করার আহবান জানান।