সিরাজগঞ্জ শহরে ৩টি দোকানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে জরিমানা।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে সোমবারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইনে আলাউদ্দিন স্টোরকে বিদেশী সিগারেট বিক্রির দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভোক্তা অধিকার আইনে ধানসিডি দই ঘর কে ৫,০০০/, ১ নং ফল ভান্ডার কে ২৫,০০০/- স্মরন ফল ভান্ডারকে ৩,০০০/- মদিনা ফল ভান্ডারকে ৩,০০০/- করে মোট- ১,৩৬,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টে নের্তৃত্বদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ও আমেনা মারজান। এসময় পুলিশের উপ- পরিদর্শক আবু রায়হান উপস্থিত ছিলেন।