সরিষাবাড়ীর সকল স্থানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি স্থাপনের নির্দেশ-স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীর কোন জায়গায় রাজাকারের স্থান পাবে না। প্রতিটি রাস্তা মোড় বা বিশেষ স্থানে সোনার বাংলা গড়ার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কণ্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থাপিত হবে। আগামী বছর ১৭ মার্চের উপজেলায় পরিষদ স্থানে সারাদিন বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ও মুক্তিযুদ্ধের চেতনায় সকল ভাষন ও গান পরিবেশিত হবে। অনুষ্ঠানে আগত সকল প্রতিযোগীদের আপ্যায়ন সহ সব ধরনের ব্যাবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রশাসনকে প্রস্তুত থাকার ঘোষনা দিয়ে বলেন,এ দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ এ দেশে বঙ্গবন্ধুর আর্দশ ছাড়া অন্য কোন আর্দশের রীতি থাকতে পারে না। এ জন্য সকলকে আরো সচেতন হওয়ার আহব্বান জানান। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মাঠে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্কবক অর্পন,শেষে বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য স্বাস্থ্য ও পরিকল্যান মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান উরোক্ত কথাগুলো বলেন। তিনি আরোও আবেগ আবুত হয়ে কান্নাবিজড়িত কন্ঠে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মস্ত্রীত্ব দিয়েছেন। এ ঋন শোধ করার নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মর্যাদা রক্ষার জন্য তিনি সকলের প্রতি সহনশীলতা কামনা করেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা,সাধারণ সম্পাদক তেজগাও কলেজের উপাধ্যক্ষ হারুন অর রশীদ,উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,শিক্ষার্থী আফিয়া আদিবা সুলতানা,আফরিন জাহান প্রান্ত প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদ তুলে দেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।