তাড়াশে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
তাড়াশ , সিরাজগঞ্জ : হাদিউল হৃদয়
সিরাজগঞ্জে তাড়াশে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্ধসঢ়;যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ধসঢ়;ফাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
মুস্তাফিজুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা হলরুমে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লিডো কিন্ডার গার্টেন, তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।