সিরাজগঞ্জে দুই আইনজীবিকে সংবর্ধনা।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
সহকারী আইনজীবি সমিতির দুইজন সদস্য আইনজীবি নিয়োগ পাওয়ায় ১৩ মার্চ বুধবার বিকেলে আইনজীবি হল মিলনাতনে সংবর্ধনা দেয়া হয়েছে। এরা দুইজন হলেন মোঃ রবিউল সেখ ও অসিত বরণ রাহা কাঞ্চন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ এস.এম আব্দুল ওহাব। বিশেষ ছিলেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ আনোয়ার পারভেজ লিমন, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ কায়ছার আহম্মেদ লিটন। সভাপতিত্ব করেন সহকারী আইনজীবি সমিতির সভাপতি ফজলার রহমান। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ফজলুর হক ফজলু, সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সহকারী আইনজীবি আব্দুল মান্নান, শ্রী নীলমতিবন্ধ অতুল, হেলাল উদ্দিন, এস.এম হাবিবুর রহমান প্রমুখ। পরে অনুষ্ঠানে সহকারী আইনজীবিদের মধ্যে থেকে কয়েকজন মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।