সরিষাবাড়ীতে দাফনের ২২ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে দাফনের ২২ দিন পর বিজ্ঞ মামলা আমলে নেওয়ার আদালতের নির্দেশে উপজেলার ফুলদহ গ্রামের পারিবারীক কবরস্থান থেকে
নিহত ফজলুল হক(৪০) এর লাশ ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করা
হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশ টার দিকে আদালতের
নির্দেশে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও
ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলামের উপস্থিতিতে লাশ উত্তোলন করা
হয়।জানা গেছে-সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ
নয়াপাড়া গ্রামের অহেদ আলীর ছেলে কাঠ ব্যাবসায়ী নিহত
ফজলুল হকের নামে কৃষি ব্যাংকে হতে সিসি লোন উত্তোলনের
করা নিয়ে একই এলাকার ফুলদহ নয়াপাড়া গ্রামের মৃত আব্দুস
সাত্তারের ছেলে এরশাদ এর সাথে বিরোধ চলে আসছিল। চলতি
বছরের ১৮ ফেব্র“য়ারী রাত সাড়ে ৮টার দিকে বড় একটা কাঠের
চালান পাওয়া গিয়াছে জরুরী ভিক্তিতে জামালপুর যেতে হবে এ
কথা বলে এরশাদ কাঠ ব্যাবসায়ী ফজলুল হককে বাড়ী থেকে ডেকে
নিয়ে হত্যা কান্ড ঘটিয়ে সড়ক দূর্ঘটনায় মৃত্য হয়েছে বলে
প্রচার চালায়।পরে পরিবারের লোকজন বিনা ময়ন্ধাসঢ়; তদন্ত
ছাড়াই ফজলুল হককে তার পারিবারীক কবর স্থানে দাফন সম্পন্ন
করে।দাফনের পর দিন রাতে এরশাদের চালিয়ে যাওয়া প্রাচারনার
র্দূঘটনার স্থানে কোন র্দূঘটনা ঘটেনি জানতে পারে ফজলুল
হককের পরিবার পরিজন। পরে ফজলুলকে হত্যা করা হয়েছে বলে
এরশাদের বিরুদ্ধে সন্দেহ করে নিহতের পরিবার। ফজলুকে হত্যা করার
অভিযোগ তুলে ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান
উদ্দিন বাদলের নিকট বিচার প্রার্থী হলে ভাটারা স্কুল এ্যান্ড
কলেজে দু-পক্ষকে নিয়ে একটি গ্রাম্য সালীশও করা হয়।