রায়গঞ্জে নির্বাচন সুষ্ঠ করতে স্বতন্ত্র প্রার্থী শোভন সরকারের সংবাদ সম্মেলন ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বাচনকাজে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগীতা চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেন শোভন সরকার। শুক্রবার (৮ মার্চ-২০১৯) দুপুর আড়াইটায় আনারস প্রতিকের শোভাযাত্রা পূর্বক এক সংবাদ সম্মেলনে এই আহবান জানান। তিনি বলেন আগামী ১০মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের দিন সব ভোটার যেন নির্বিগ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এমন নিশ্চিয়তা চান এই প্রার্থী। এ সময় তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন গত ৩ মার্চ রবিবার পরিকল্পীতভাবে আমার নির্বাচন বাঞ্চাল করতে আমার শান্তিপূর্ণ নির্বাচনী মিছিলের উপর পিছন থেকে অর্তকিত হামলা করে। হামলায় আমার কর্মী সমর্থকদের বেধড়ক মারপিট করে গাড়ী ভাংচুর করে, আবার আমার বিরুদ্ধেই ৬৮ জনকে আসামী করে অজ্ঞাত নামা দু’শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। এবং ঐ দিনই আমার বড় ভাই জেলা পরিষদ সদস্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসান সুমন সরকার সহ ১১ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। যে কারণে আমাকে ৫ দিন নির্বাচনী মাঠ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। হাইকোর্টে আগাম জামিনের মাধ্যমে অনেক দ্বিধা দ্বন্দে ও প্রতিপক্ষের হামলা, মামলা ও হত্যার হুমকি মাথায় নিয়ে আমি আমার রায়গঞ্জ বাসীর পাশে দাড়িয়েছি। রায়গঞ্জ বাসী আওয়ামীলীগের সকল ষড়যন্ত্র বুঝে আমার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচন সূষ্ঠ হলে আল্লাহ ব্যাতিত অন্য কোন শক্তি নাই আমার বিজয় ঠেকাতে পারে। আমি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শে গড়া সৈনিক, আমি নির্বাচিত হয়ে দল থেকে দূর্নীতিবাজ, ঘুষখোর, মাদক ও সন্ত্রাস মুক্ত করে রায়গঞ্জ উপজেলাকে উন্নয়নের শিখরে পৌছে দিব। শোভা যাত্রায় অসংখ্য মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে নারী পুরুষ ভোটাররা অংশ গ্রহন করেন। তিনি সাংবাদিকদের প্রতি জোর দাবি জানান, ভোটাররা যেন নির্ভয়ে ভোট প্রয়োগ করতে পারে সে দিকটা দেখার জন্য।