সরিষাবাড়ীতে শিশু সিয়াম হত্যার প্রধান আসামি সোহেলের মৃত্যু।
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) :
জামালপুরের সরিষাবাড়ীতে শিশু সিয়াম হত্যাকারী সোহানুর রহমান সোহেল কামার (২৭) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা গ্রামে মনছুর আলীর সাথে একই পরিবারের আব্দুস সামাদ ভূলু কামারের ছেলে সোহানুর রহমান সোহেল কামারের পারিবারিক বিরোধের জের ধরে জেঠাত ভাই মনছুরের ছেলে ২য় শ্রেনীর ছাত্র সিয়ামকে (৮) সোহেল কামার গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজ ঘরে ক্ষুর দিয়ে জবাই করে হত্যা করে। এ ঘটনা দেখে সিয়ামের ছোট বোন মীম চিৎকার দিলে তাকেও হত্যার উদ্দেশ্যে ক্ষুর দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ খবরে সরিষাবাড়ী থানার পুলিশ শিশু সিয়ামের লাশ উদ্ধারের পর সিয়ামের খুনি সোহেলকে গ্রেফতার করতে তৎপর হয়ে উঠে। সিয়াম হত্যার ৮ ঘন্টা পর গত ২৬ ফেব্রুয়ারি ভোরে সোহেল কামার পুলিশের হাতে গ্রেফতার এড়াতে রামদা ও ক্ষুর হাতে নিয়ে পুলিশের ওপর হামলা চালালে পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলসহ ৭ জন আহত হয়। সোহেল দৌড়ে পালাবার সময় তাকে গ্রেফতার করতে পুলিশ ৭ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। পরে সোহেলকে গ্রেফতার করে পুলিশি নজরদারীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় সিয়াম হত্যাকারী সোহেলের মৃত্যু হয়েছে। এ দিকে সিয়ামের বাবা মনছুর আলী বাদি হয়ে সোহানুর রহমান সোহেল কামারকে (২৭) প্রধান আসামি করে একই পরিবারের ৫ জনের নাম উলেখ করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সোহেলের মা সুফিয়া বেগম গ্রেফতার হয়ে জেল হাজতে এবং পরিবারের সকল সদস্যই গ্রেফতার এড়াতে পলাতক থাকায় নিহত সোহেলের লাশ দাফনের জন্য এলাকাবাসীর মাঝে নানা জল্পনা-কল্পনা চলছে বলে জানা গেছে। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান জানান, সিয়াম হত্যাকারী সোহানুর রহমান সোহেল চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।