সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের তাৎপর্য,দেশের উন্নয়ন অগ্রগতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন বজ্রকণ্ঠে এই উচ্চারণ করেছিলেন, সেদিনই এ দেশের মানুষ বুঝে গিয়েছিল পাকিস্তানের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির সময় এসেছে। ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর এই ভাষণটিই আসলে বাঙালির পরাধীনতা মুক্তির সনদ। আজ ঐতিহাসিক সেই দিনটির ৪৮তম বার্ষিকী। এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুুর রহমানের ঐতিহাসিক ভাষনের তাৎপর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি বিষয়ে আলোচনা সভা,বিজ্ঞান বিষয়ক সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, জেলার সুযোগ্য জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করেন, জেলাপরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর । আলোচনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আই সিটি ও মানব সম্পদ) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট ও জেলা আওয়ালীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, জেলা আঃলীগের সহ-সভাপতি আলহাজ্ব ইসহাক আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোরহাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, নূরনবী খান জুয়েল। অনুষ্ঠানে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রীরা উপস্হিত ছিলেন।