মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ আরোহী নিহত-ঘোড়াঘাটে
১৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বালাহার উচ্চ বিদ্যালয় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার চারমাথা মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলো,দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার বামুন গড়া আধাভিটা গ্রামের মিলন হোসেন (১৫) ও তার ভাই সামসুর রহমানের ছেলে আল-ইমরান ও বালাহার গ্রামের নূরুজ্জামানের ছেলে হাবিবুর (১৭)।
দিনাজপুর ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বিজ্ঞান প্রযুক্তি মেলা থেকে সূরা মসজিদের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে হাবিবুর নিহত হয়।
অপরদিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. নূর নেওয়াজ জানান, এ দুর্ঘটনায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ২ জন হাসপাতালে আসে। পরে তাদের রংপুরে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মৃত্যু হয়েছে বলে জেনেছি।