সিরাজগঞ্জে ভিক্টোরিয়া টেকনিক্যাল ইনস্টিটিউটের যাত্রা শুরু।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
দেশ-বিদেশে নির্মাণ শিল্পে শ্রমিক হিসেবে কাজ করার জন্য দরিদ্র জনগোষ্ঠীকে বিনা খরচে বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণের জন্য সিরাজগঞ্জে ভিক্টোরিয়া টেকনিক্যাল ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে। শনিবার (২ মার্চ-২০১৯) বিকেলে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলেন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম। ভিক্টোরিয়া টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক মোঃ জাহিদ হাসান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম, মৌলভী সহকারী আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, প্রশিক্ষক প্রকৌশলী হাফেজ মোঃ শহিদুল ইসলাম, মোছাঃ আমেনা খাতুন, শিউলী খাতুন, কাজল প্রমুখ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ে আর্থিক সহায়তায় সেই প্রকল্পের অধীনে রিহাবের তত্ত্বাবধায়নে ভিক্টোরিয়া টেকনিক্যাল ইনস্টিটিউট দেশ-বিদেশে নির্মাণ শিল্পে শ্রমিক হিসেবে কাজ করার জন্য দরিদ্র জনগোষ্ঠীর মানুষ সম্পূর্ণ বিনা খরচে বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণের আয়োজন করেছে। ১৫ থেকে ৪৫ বয়সের যেকোন লোক (নারী-পুরুষ) এই প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারবেন। এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ৩মাস মেয়াদী ৩৬০ ঘন্টা। প্রশিক্ষণ চলাকালিন ৮০% উপস্থিতি সাপেক্ষে সফলভাবে উর্ত্তীন প্রশিক্ষণার্থীদের প্রতিদিন একশত পঞ্চাশ টাকা হারে তিনমাসে তের হাজার পাঁচশত টাকার চেক ও সনদ প্রদান করবে এবং উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের ট্রেনিং শেষে যোগ্যতা অনুযায়ী দেশ-বিদেশে চাকুরীর প্রদানে সহায়তা করা হবে। প্রসঙ্গত, সারাদেশে এরূপ প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে ১২টি। সিরাজগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি আলমগীর শামছুল আলামিন কাজল বাংলাদেশ রিহাবের সভাপতি হওয়ায় এই প্রশিক্ষণ ইনস্টিটিউটটি সিরাজগঞ্জে প্রতিষ্ঠিত করা হয়েছে।