সিরাজগঞ্জে জলাতংক নির্মুলের লক্ষে কুকুরের টিকাদান কার্যক্রম ২০১৯ অবহিত করন সভা অনুষ্ঠিত ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
দেশ থেকে ২০২২ সালের মধ্যে জলাতংক নির্মুলের লক্ষে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৯ অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাক্তার ইফতেখার আহমেদ তসলিম এর সভাপতিত্বে অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আখতারুজ্জামান, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা , অনুষ্ঠানে জলাতংক নিয়ে প্রধান আলোচক হিসেবে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন গাজীপুর সিটি র্কপোরেশন এর এক্স ভেটেরিনারী অফিসার এবং র্যাভিস এশিয়া ফাউন্ডেশন ইন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সোহরাব হোসেন। তিনি বলেন আগামী ২৭ ফেব্রুয়ারী থেকে ৩মার্চ ২০১৯ পর্যন্ত পৌরসভাসহ সদর উপজেলার ১০টি ইউনিয়নে সকল কুকুর কে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এছাড়া সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর এর এমডিভি সুপারভাইজার মোঃ কামরুজ্জামান বক্তব্য রাখেন। অবহিতকরণ সভা সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুল্লাহ আল মামুন।