মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর পুলিশের হামলা,ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি।
মোঃ ইউনুস আলী মিঠু ( ঢাকা )
শুক্রবার (২২-০২-২০১৯)বিকালে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের সামনে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল সহ ৬ দফা দাবিতে অবস্থান নিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের সদস্য সচিব অহিদুল ইসলাম তুষার বলেন, আমরা বিকেল পাঁচটায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করি সেখান থেকে মিছিল নিয়ে এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করছি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম উনি আমাদের কাছে এসেছিলেন এবং আমাদেরকে কর্মসূচি স্থগিত করতে বলেছেন। আমরা ওনাকে বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। পরবর্তীতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মিছিল নিয়ে গণভবনের সামনে শুক্রবার রাত দশটা থেকে প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত গণভবনের সামনে অবস্থান নেয় । পরে পুলিশ অমানুষিক নির্যাতন করে তাদের অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়, রাত সাড়ে ১১টার দিকে গণভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধার সন্তানেরা অভিযোগ করে তুষার, তোফায়েল, সৈকত, আল মামুনসহ ১০জনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ এবং আহত হয়েছে প্রায় ৫০ জন। গুরুতর অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।