নেপালে বিধ্বস্ত বিমানে ছিল চৌহালীর রকিবুল স্ত্রীসহ
রকিবুল সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়ার ইউনিয়নের বিনানই গ্রামের মৃত রবিউল করিমের ছেলে। রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেনের যাত্রী ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষিকা ইমরানা কবির হাসি। এবং তার স্বামী রকিবুল ইসলাম রুয়েটের একই বিভাগের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে ঢাকায় চাকুরি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী।
১৫ দিনের ছুটিতে তারা নেপালে বেড়াতে যাচ্ছিলেন জানা যায়। কিন্তু এর আগেই তাদের বিমান বিধ্বস্ত হয়। তা অনেক উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুণছেন তারা। এদিকে রুয়েট শিক্ষক ও ইঞ্জিনিয়ার দম্পতি বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানাজানি হলে থানার ওসি জাহাঙ্গীর আলম রবিকুলের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এলাকায় মানুষের মধ্যে চরম উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।