৪% বেতন কর্তনের বাতিলের দাবিতে সিরাজগঞ্জ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের স্মারকলিপি প্রদান।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ বেসরকারি শিক্ষক -কর্মচারী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বেসরকারি শিক্ষক-কর্মচারীগনের অবসর সুবিধা বোর্ড কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪% কর্তনের বাতিলের দাবি ও শিক্ষাব্যবস্হা জাতীয়করনের ঘোষনার জন্য মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি-২০১৯) সকালে সিরাজগঞ্জ শহরের সবুজ কানন এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা বেসরকারি শিক্ষক -কর্মচারি ফোরামের নেতৃত্বে এক র্যালি প্রদর্শন করে জেলাপ্রশাসক কার্যালয়ে জেলাপ্রশাসক কামরুন নাহার সিদ্দীকা’র মাধ্যমে শিক্ষাবান্ধব মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর এক স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্হিত ছিলেন, বাংলাদোশ বেসরকারি শিক্ষক -কর্মচারী ফোরামের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব জি এম শাওন,মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা খাতুন, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশরাফুল ইসলাম,অধ্যক্ষ শাহনাজ মাহফুজা পারভীন, অধ্যক্ষ সাইদুল ইসলাম, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা অধ্যক্ষ বদরুল আলম, অধ্যাপক হাসনাহেনা, প্রোগাম বাস্তবায়ন উপকমিটির সদস্য শাহাদৎ হোসেন, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, জয়নুল আবেদীন, আব্দুল মোনায়েম,শহীদুল ইসলাম, রেজাউল করিম, রোকনুজ্জামান, ওয়াজেদ আলী কপোত, ইসরাইল হোসেন প্রমুখ। স্মারক লিপি প্রদান শেষে, সিরাজগঞ্জের সবুজ কানন স্কুল এন্ড কলেজে সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা কমিটির সম্বনয়ে আনোয়ার হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বেসরকারি শিক্ষক- কর্মচারীগনের কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের নির্দেশ এবং শিক্ষাব্যবস্হার জাতীয়করণের অনতিবিলম্বে ঘোষণারদাবি জানান। তা না হলে আগামীতে কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষণা অনুযায়ী শিক্ষক -কর্মচারীর অধিকার অাদায়ের জন্য রাজপথে গণ আন্দোলন গড়ে তোলা হবে। সভায় জেলা ও উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের প্রায় শতাধিক অধ্যক্ষ ,প্রধান শিক্ষক, সহকারী -শিক্ষক, শিক্ষক-কর্মচারী ও প্রতিনিধিগন উপস্হিত ছিলেন। সঞ্চালনায়, ছিলেন, শিক্ষক আলমগীর হোসেন।