সিরাজগঞ্জে কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মুগ, তিল বীজ ও সার বিতরন
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজনে খরিপ -১/২০১৮-১৯ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্য গ্রীষ্মকালীন মুগ, তিল বীজ ও সার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফ্রেব্রুয়ারী/২০১৯) সকাল ১১ টায় সদর উপজেলার কৃষি প্রশিক্ষন কেন্দ্রে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুল হক । সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান। অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোস্তম আলী। ২৫০ জন ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের প্রত্যেককে মুগ বীজ ৫ কেজি,ডিএপি ১০ কেজি,এমওপি ৫ কেজি এবং তিল বীজ, ১ কেজি,ডিএপি ২০ কেজি,এমওপি ১০ কেজি বীজ ও সার প্রদান করা হয়।